শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে যারা তালবাহনা করছে তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

নেত্রকোণা প্রতিনিধি:
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম।
expand
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মোহাম্মদ শফিকুল আলম।

নির্বাচন নিয়ে যারা অযথা তালবাহনা করছে, তারা আসলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইছে। এরা হলো সৈরাচারের দোসর।

এমন মন্তব্য করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) জনাব মোহাম্মদ শফিকুল আলম।

শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় নেত্রকোণা জেলা প্রশাসনের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার সম্মানিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় প্রেস সচিব বলেন, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশের স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। জনগণ চায় স্থিতিশীলতা, আর আমরা সেই দিকেই এগোচ্ছি।

তিনি আরও বলেন, যারা ভোটের মাধ্যমে নয়, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়— তারা জনগণের শত্রু। গণমাধ্যম সমাজের আয়না হিসেবে জনগণকে সঠিক তথ্য দিতে পারে, তাই সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এখন সবচেয়ে প্রয়োজন।

মতবিনিময় সভায় নেত্রকোণা জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সরকার নির্বাচনের পরিবেশকে সবার জন্য উন্মুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ এখন এগিয়ে যাচ্ছে, জনগণ চায় শান্তি ও উন্নয়ন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন