

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন বড় ভাই, তাও মাইকিং করে! ঘটনাটি ঘটেছে উপজেলার বৈরীহরিণমারী গ্রামে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে আব্দুল কদ্দুস মিয়া বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রিকশায় মাইক লাগিয়ে গোটা গ্রাম ঘুরে ঘোষণা দেন— শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর নিজেদের পানের বরজ এলাকায় ছোট ভাই হাবিজারের সঙ্গে ‘হিসাব চুকাতে’ মারামারি করবেন।
এ ঘোষণার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা হামিদা খাতুন বলেন, আমরা নিজের কানে শুনেছি— কুদ্দুস ভাই নিজে মাইকিং করে বললেন, জুমার পর হাবিজারের সঙ্গে মারামারি হবে।
ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে আনা হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আমরা সতর্ক রয়েছি।
স্থানীয়দের ধারণা, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের জেরেই এমন অস্বাভাবিক ঘোষণার ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন
