শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগ করায় অবসরপ্রাপ্ত শিক্ষককে হাতুড়িপেটা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
আহত শিক্ষক এখন হাসপাতালে
expand
আহত শিক্ষক এখন হাসপাতালে

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির অভিযোগ করায় সমর কুমার দাস (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পাট্টা বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পাট্টাজোনা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সমর কুমার দাস বর্তমানে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সমর কুমার দাসের বাড়িতে মুখোশধারী চারজন অস্ত্রধারী ডাকাত প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই রাতে প্রায় ১২টার দিকে জোনা পাট্টা এলাকায় বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতেও অস্ত্রধারী একদল ডাকাত প্রবেশ করে ৪০ হাজার টাকা ও দুটি পিতলের রাধা-গোবিন্দ মূর্তি লুট করে নিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক সমর কুমার দাস বলেন, “ঘটনার দিন রাতেই মুখোশধারী সন্ত্রাসীরা আমার ঘরে প্রবেশ করে। আমার স্ত্রী ও ছেলে বাধা দিলে তাদেরও মারধর করা হয়। পরে তারা এক লক্ষ টাকা ও মেয়ের ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনার দুই দিন পর আমি পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করি। অভিযোগের ভিত্তিতে পুলিশ পাট্টা ইউনিয়নের জাগিরকয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফরহাদ হোসেন সোহাগ (৩০) এবং জোনা গ্রামের অমরেন্দ্রনাথ বালার ছেলে অসিম বালা ওরফে অসিত (২০)-কে গ্রেপ্তার করে।”

তিনি আরও বলেন,“এই ঘটনার জেরে বুধবার দুপুর ২টার দিকে আমার বাড়ির সামনে স্থানীয় সন্ত্রাসী সবুজ, সজিব ও সেন্টুসহ কয়েকজন আমাকে হাতুড়ি ও রড দিয়ে পেটায়। তারা আমাকে মামলা তুলে নিতে হুমকিও দেয়।”

বীর মুক্তিযোদ্ধা জিতেন্দ্রনাথ বিশ্বাস বলেন, “সমর মাস্টারের বাড়িতে ডাকাতির পরপরই আমার বাড়িতেও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতি হয়। আমাকে মারধর করা হয়। প্রশাসনের দুর্বলতার কারণেই একের পর এক এমন ঘটনা ঘটছে।”

স্থানীয় ইউপি সদস্য অতুল সরকার বলেন, “পাট্টা এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। এখন রাত হলেই হিন্দু সম্প্রদায়ের মানুষ আতঙ্কে থাকে—কার বাড়িতে আবার ডাকাতি হবে সেই ভয়ে।”

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন,“চাঁদাবাজি মামলায় দুইজনকে গ্রেপ্তারের পর অভিযোগকারী শিক্ষককে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে পাট্টা বিলপাড়া এলাকায় ওই সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন এবং একজন পথচারী গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করতে সক্ষম হয়।”

তিনি আরও জানান, “পলাতক সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন