শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমতলীতে ইউনিক জেনারেল হসপিটাল উদ্বোধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম
বৃহস্পতিবার সকালে আমতলী চৌরাস্তায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়
expand
বৃহস্পতিবার সকালে আমতলী চৌরাস্তায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়

বরগুনার আমতলীতে আধুনিক চিকিৎসা ও মানসম্মত স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন হলো ইউনিক জেনারেল হসপিটাল -এর শুভ উদ্বোধনের মাধ্যমে। বৃহস্পতিবার সকালে আমতলী চৌরাস্তায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিক জেনারেল হসপিটাল চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রকিব চৌধুরী রাজু। তাঁর সঞ্চালনায় শুরু হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন (ভিপি), উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু এবং আমতলী পৌর বিএনপির আহ্বায়ক কবির উদ্দিন ফকির, আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন সিকদার, আমতলী সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ. এম. কাওসার মাদবর, সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, সাংবাদিক রিপন মুন্সি, আল আমিন বাবু, এইচ. এম. রাসেল, ফখরুদ্দিন তহাসিন, সাজ্জাদ শরীফসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আমতলীর সাধারণ মানুষ এখন চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না। ইউনিক জেনারেল হসপিটাল আধুনিক চিকিৎসা সেবা, অভিজ্ঞ চিকিৎসক এবং উন্নত প্রযুক্তির সমন্বয়ে জনগণের পাশে থাকবে।

উদ্বোধনের পর অতিথিবৃন্দ হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং উন্নত চিকিৎসা সুবিধার প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আমতলীতে স্বাস্থ্যসেবার এই নতুন যাত্রার সূচনা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন