

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির মনোনয়ন বঞ্চনার প্রতিবাদে কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে নজিরবিহীন কর্মসূচি পালন করছেন আমিন-উর-রশিদ ইয়াছিনের অনুসারীরা। ধারাবাহিক আন্দোলনের চতুর্থ দিনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) তাঁরা নফল রোজা রেখে শহরের কান্দিরপাড় এলাকায় গণ-ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
গণ-ইফতারের পর অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, এলাকার উন্নয়ন, ঐক্য ও শান্তি বজায় রাখতে তাঁরা আমিন-উর-রশিদ ইয়াছিনকেই প্রার্থী হিসেবে দেখতে চান। আল্লাহর সন্তুষ্টি অর্জন ও ন্যায্য দাবির স্বীকৃতি কামনায় রোজা রেখে দোয়া করেছেন তাঁরা।
ইয়াছিনপন্থীরা এর আগে পরপর তিন দিন সড়ক অবরোধ, মশাল মিছিল, বিক্ষোভ সমাবেশ ও নারী সমর্থকদের বিশাল প্রতিবাদ মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছেন।
গত সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। কুমিল্লা-৬ আসনে চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই এলাকায় উত্তেজনা দেখা দেয়। সেদিন রাতে কান্দিরপাড় পূবালী চত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন ইয়াছিনপন্থীরা। পরে আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাত সাড়ে ১২টা পর্যন্ত অবস্থান নেন তাঁরা।
পরদিন তাঁরা মশাল মিছিল করেন, আর তৃতীয় দিনে ধর্মসাগরপাড়ে নারী সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সেখানে প্রায় আট হাজার নারী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলীয় মনোনয়নে স্থানীয় মতামত উপেক্ষা করা হয়েছে। তাঁদের মতে, দুই দশক ধরে সাংগঠনিক নেতৃত্ব ও ত্যাগের স্বীকৃতি পাওয়ার যোগ্য ব্যক্তি আমিন-উর-রশিদ ইয়াছিন।
এ বিষয়ে ইয়াছিনপন্থী যুবদল নেতা মনছুর নিজামী বলেন, আমরা কোনো বিরোধিতা করছি না, ন্যায্য দাবির স্বীকৃতি চাই। ইয়াছিন ভাই এই এলাকার মানুষের আস্থা ও ভরসার নাম।
নারী নেত্রী ডলি আক্তার বলেন, স্থানীয় সমস্যা, শিক্ষা ও মানবিক সহায়তায় সব সময় পাশে ছিলেন ইয়াছিন ভাই। সেই কৃতজ্ঞতা ও ভালোবাসা থেকেই আমরা রোজা রেখে দোয়া করেছি।
গণ-ইফতারের দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের সাফল্যের জন্যও দোয়া করা হয়।
স্থানীয় নেতারা বলেন, ত্যাগী নেতৃত্বকে উপেক্ষা করা হলে তৃণমূলের মধ্যে হতাশা সৃষ্টি হবে, যা দলের জন্য ক্ষতিকর হতে পারে।
মন্তব্য করুন