

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে উত্তাপ ছড়িয়েছে স্থানীয় রাজনীতিতে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গলাচিপা উপজেলা শহরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভকারীরা দ্রুত হাসান মামুনের নাম আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান।
মিছিলে অংশ নিয়ে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, “হাসান মামুন তৃণমূলের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে ছিলেন এবং নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আমাদের এই আসনে দীর্ঘদিন আওয়ামী লীগের এমপি ছিলেন। এখন আমরা চাই, আমাদের আসনে ধানের শীষের প্রার্থী দেওয়া হোক। আমরা ধানের শীষের প্রার্থীকে ভোট দিতে চাই।”
বিক্ষোভ শেষে নেতাকর্মীরা গলাচিপা বাজার সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সেখানে বক্তারা কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান—অতি দ্রুত হাসান মামুনের প্রার্থিতা নিশ্চিত করে মাঠপর্যায়ের নেতাকর্মীদের উদ্দীপনা ফিরিয়ে আনার জন্য।
মন্তব্য করুন