বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিন্মমানের পণ্যের লোভনীয় বিজ্ঞাপন, প্রতারণার অভিযোগে ‘স্বপ্ন’কে জরিমানা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
প্রতারণার অভিযোগে ‘স্বপ্ন’কে জরিমানা
expand
প্রতারণার অভিযোগে ‘স্বপ্ন’কে জরিমানা

রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ বিভিন্ন সময়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের মুগ্ধ করে থাকে। তবে এর আড়ালে রয়েছে ভিন্ন গল্প। রংপুর নগরীতে ক্রেতাদের এমনই চটকদার ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণার অভিযোগে সম্প্রতি সুপারশপ ‘স্বপ্ন’-কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গত সোমবার অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল মামুনের নেতৃত্বে নগরীর একটি শাখায় এ অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এই অভিযানকে সাধুবাদ জানিয়ে স্থানীয়রা বলেন, ভোক্তাদের স্বার্থে এ ধরনের নজরদারি আরও জোরদার হওয়া দরকার। স্বপ্নের মতো বড় সুপার শপের এমন প্রতারণা হতাশাজনক।

তারা বলেন, স্বপ্নের মতো এত স্বনামধ্যন্য সুপার শপ নিম্নমানের পণ্য বিক্রির অফার দেয়। স্বপ্নের অফার, প্রাইস ও মাছ মাংস কাচামালের পণ্যগুলো অনেক নিম্নমানের এবং অনেক ক্ষেত্রে ব্যবহারের অযোগ্য।

অভিযান চলাকালে স্বপ্ন সুপারশপে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে ভোক্তাদের বিভ্রান্ত করার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অধিদপ্তরের কর্মকর্তা জানান, সাধারণ ভোক্তারা যেন প্রতারিত না হয়, এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেসব প্রতিষ্ঠান প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতারণার অভিযগে স্বপ্নকে জরিমানা করার বিষয়ে জানতে চাইলে স্বপ্নের মিডিয়া এবং পাবলিক রিলেশন ম্যানেজার মো. কামরুজ্জামান মিলু বলেন, এটা একটা মিস ইনফরমেশন আপনি এমডিকে ফোন দিয়ে কথা বলেন।

তিনি আরও বলেন, সোমবারের বিষয় সোমবারেই শেষ আজকে কেন এই বিষয় নিয়ে ফোন দিয়েছেন। পরে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে কথা বলতে চেইন সুপারশপ স্বপ্ন–এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাব্বির হাসান নাসিরকে ফোন দিলে তিনি লাইন কেটে দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন