বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় ৪ জনের যাবজ্জীবন
expand
জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাঙ্গা গ্রামের মোন্নাফের ছেলে মজনু মিয়া (৩০), ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৮), রান্ধনিগাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন (৩৮) এবং আবুল কাশেমের ছেলে মমিন মিয়া (৩২)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি মেলান্দহ উপজেলার রান্ধনিগাছা এলাকার হাবিবুর রহমানের মেয়ে মোছা. হাবিবা আক্তার চৈতী জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকা থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে আসামিরা তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হানিফ উদ্দিনের বাড়ি থেকে চৈতীকে উদ্ধার করে। পরদিন ভুক্তভোগীর বাবা চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ (বুধবার) আসামিদের উপস্থিতিতেই যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

রায়ে আদায়কৃত জরিমানার অর্থ ভুক্তভোগী চৈতীর কাছে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম নবী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন