বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামী মোনাফিক তৈরির কারখানা: হারুনুর রশিদ হারুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৬ এএম
হারুনুর রশিদ হারুন
expand
হারুনুর রশিদ হারুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হারুনুর রশিদ হারুন বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন মোনাফিক তৈরির কারখানা।

তিনি বলেন, আমাদের একমাত্র উদ্দেশ্য আগামী জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করা। জামায়াতে ইসলামী কি বলছে এটা এখন দেখার সময় নয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন হাফেজ মো. রহমত আলী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম তোসী, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কময়টির সদস্য ইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মিম ফজলে আজিম ও রানিহাটি ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন