বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী প্রিয়াঙ্কা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ছবি : সংগৃহীত
expand
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। ছবি : সংগৃহীত

দেশের রাজনীতিতে অল্প বয়সেই সাড়া জাগানো চিকিৎসক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেরপুর-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মনোনীত হয়েছেন। সদ্য ত্রিশের কোটা পার করা এই তরুণ চিকিৎসক, এবারও বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ হওয়ার খ্যাতি ধরে রেখেছেন।

পেশায় একজন চিকিৎসক সানসিলা, যিনি স্থানীয়দের কাছে ডা. প্রিয়াঙ্কা নামে পরিচিত। তিনি বর্তমানে ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেন।

ডা. সানসিলা প্রিয়াঙ্কা শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. হযরত আলীর মেয়ে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মূলত এই আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন তার বাবা ডা. হযরত আলী। তবে ওই নির্বাচনের সময় হযরত আলীসহ বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় অপ্রত্যাশিতভাবে সানসিলার সামনে সুযোগ আসে। তখন দল তাঁকে প্রার্থী হিসেবে বেছে নেয়। সে সময়, তিনি ছিলেন ৩০০ আসনের সব প্রার্থীর মধ্যে সর্বকনিষ্ঠ।

একাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ডা. সানসিলার জন্ম তারিখ ১৯৯৩ সালের ২২ জুন। তার শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো: এসএসসি পাস: ২০০৮ সাল, এইচএসসি পাস: ২০১০ সাল, এমবিবিএস পাস: ২০১৬ সাল।

রাজনীতিতে আনকোরা হলেও চিকিৎসক হিসেবে প্রিয়াঙ্কা ইতিমধ্যেই বেশ সুনাম অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা দলীয় সমর্থকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন