বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
expand
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি নিজের ক্ষতি করে হলেও দেশের জনগণের ক্ষতি করতে চায়। তাদের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। লন্ডনের চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পরে গেছে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। এবার দলটির প্রার্থী তালিকায় জুলাই সনদের প্রয়োজন নেই বলা লোকও রয়েছেন। এ নিয়ে আমরা হতাশ। দলটি একদলীয় গণতন্ত্র চালু করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একাত্তরে জামায়াত বড় ভুল করে বসে আছে। চব্বিশের পরে দলটির জামায়াতের অনেককে দলটির নাম পরিবর্তন করার কথা বলেছিলাম। কারণ দলের নাম 'ইসলামী' দিয়ে যে কাঁদা লাগানো হয়েছে তা পরিস্কার করা সম্ভব না।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি এগিয়ে আসলে কিছু সুযোগ দিতে রাজি আছি। তবে বেশি সুযোগ দিতে রাজি নৈ। কারণ তারা চাঁদাবাজি-মাস্তানি এত বেশি করছে তা ক্ষমার অযোগ্য। এগুলোর বিচার হতে হবে। ক্ষমতায় গেলে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত সংঘটিত অপরাধের বিচার হবে বলেও মন্তব্য করেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন