

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বনামধন্য ও সুপরিচিত গায়ক মনির খান বিএনপি থেকে এবারও মনোনয়ন পাননি। তার নিজ বাড়ী ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে । তিনি এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
গত কয়েক মাসে তিনি বেশকয়েকটি গণসমাবেশ, মোটরসাইকেল র্যালি, লিফলেট বিতরণ করেছেন ঝিনাইদহ-৩ ( কোটচাঁদপুর-মহেশপুর) উপজেলা জুড়ে।
কিন্তু এবারও তিনি মনোনয়ন পাননি। বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি শহিদুল মাষ্টারের ছেলে ও উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি।
জানাযায়, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়।
শোনা যাচ্ছিল, ঝিনাইদহ–৩ (মহেশপুর-কোটচাঁদপুর) থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। তবে বিএনপির মনোনয়ন প্রার্থী তালিকায় নাম নেই তার। দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এ গায়ক। এর আগে ২০১৮ সালে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে খুবই আশাবাদী ছিলেন মনির খান । তবে সেবার তাকে ধানের শীষের টিকিট দেওয়া হয়নি। অবশ্য তারও আগে থেকে প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তিনি। সোমবার নিজের ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মনির খান। ক্যাপশনে লিখেছেন, "অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।"
উল্লেখ্য- ঝিনাইদহের ৪টি আসনের মাত্র একটি আসনে বিএনপি তাদের প্রার্থিতা ঘোষনা করে । বাকী ৩ টি আসন ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২ এবং ঝিনাইদহ-৪ এ আসনে পরে ঘোষনা করা হবে বলে জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
মন্তব্য করুন