

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের বিভিন্ন এলাকায় আজ (বুধবার) প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিতরণ লাইন, ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ ও গাছপালা ছাঁটাই কার্যক্রমের কারণে এই সীমিত সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বিউবোর সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ পয়েন্ট, সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশের এলাকায় ১১ কেভি ফিডার লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট লাইনগুলোকে সক্রিয় হিসেবে বিবেচনা না করতে সকলকে অনুরোধ করা হচ্ছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
তবে নির্ধারিত সময়ের আগেই মেরামতকাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে বিউবো।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী।
মন্তব্য করুন
