

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাংয় এলাকায় যৌথ অভিযান চালিয়ে ২১ হাজার ২শ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।।
মঙ্গলবার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার সকাল পৌন ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের উনচিপ্রাং বিওপি টহলদল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২৯ ডিভিশন লোকেটিং আর্টিলারি ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উনচিপ্রাং বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় চালকের সিটের নিচে লুকানো খাকি রঙের প্যাকেট থেকে ২১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত হলো টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং গ্রামের আবদুল মালেককের পুত্র অটোরিকশা চালক মোহাম্মদ কবির
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন,মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন