বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উখিয়া–টেকনাফে ত্রিমুখী লড়াই: স্বতন্ত্র প্রার্থী গফুর উদ্দিন চৌধুরী

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
স্বতন্ত্র প্রার্থী গফুর উদ্দিন চৌধুরী
expand
স্বতন্ত্র প্রার্থী গফুর উদ্দিন চৌধুরী

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। পালংখালী ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান মো. গফুর উদ্দিন চৌধুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন। ১৫ বছরের জনপ্রিয় চেয়ারম্যান গফুর উদ্দিনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তেমন সুসম্পর্কপূর্ণ না হলেও, মাঠপর্যায়ে তার প্রতি তৃণমূল নেতাকর্মীদের সহানুভূতি রয়েছে। দলটি নির্বাচনে না যাওয়ায় তিনি নিজস্ব ব্যানারে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন।

গফুর উদ্দিন বলেন,“সবাই যখন দলীয়ভাবে নির্বাচন করে, তখন জনগণের আসল কণ্ঠস্বর হারিয়ে যায়। আমি দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করি।”বিএনপি–জামায়াতের শক্ত ঘাঁটিতে জয়ের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন,“৫ আগস্টের পর বিএনপির অত্যাচার থেকে আমিও রেহাই পাইনি। আমাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছিল। তাই তাদের সঙ্গে এক মঞ্চে যাওয়ার প্রশ্নই আসে না।”

বিশ্লেষকদের মতে, তার প্রার্থিতা উখিয়া–টেকনাফে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছে। আওয়ামী লীগের ভোটব্যাংকের বড় অংশ তার পক্ষে থাকায়, বিএনপির শাহজাহান চৌধুরী ও জামায়াতের নুর আহমদ আনোয়ারীর প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রা পেয়েছে।গফুর উদ্দিনের ভাষায়,“জনগণই আমার আসল শক্তি। এবার জনগণের প্রার্থী হিসেবেই লড়ব।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন