বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

 বরগুনা-১ আসনের মনোনয়নে ক্ষোভ: প্রার্থী পরিবর্তনের দাবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
বরগুনা-১ (বরগুনা সদর–আমতলী–তালতলী) আসনে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থীরা
expand
বরগুনা-১ (বরগুনা সদর–আমতলী–তালতলী) আসনে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর–আমতলী–তালতলী) আসনে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে আমতলী ও তালতলীর প্রান্তিক জনগোষ্ঠী। কেন্দ্রীয় কমিটি বরগুনা সদর উপজেলা থেকে জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমতলী–তালতলীবাসী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

মনোনয়ন বঞ্চিত হওয়ায় সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার এবং বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের এপিএস ওমর আব্দুল্লাহ শাহীন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তারা বলেন, “আমতলী–তালতলীর মানুষের অধিকার আদায়ের জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি।”

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতার পর থেকে সাবেক বরগুনা-৩ (আমতলী–তালতলী) আসন ছিল আওয়ামী লীগের ঘাঁটি। তবে ২০০১ সালের নির্বাচনে সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার বিএনপিতে যোগ দিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। ওই সময় এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়। কিন্তু ২০০৮ সালে আসন পুনর্বিন্যাসে বরগুনা-৩ বিলুপ্ত হয়ে বরগুনা সদর আসনের সঙ্গে একীভূত হয়। তখন থেকেই আমতলী–তালতলীর চার লাখেরও বেশি মানুষ নিজেদের উন্নয়ন থেকে বঞ্চিত মনে করে আসছে।

গত ১৬ বছরে এই দুই উপজেলার তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এবারও কেন্দ্রীয় মনোনয়ন না পেয়ে সেই ক্ষোভ আরও তীব্র হয়েছে।

বর্তমানে বরগুনা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৮৭৪ জন। এর মধ্যে আমতলী উপজেলার ভোটার ১ লাখ ৯৮ হাজার ৪০৮ জন এবং তালতলীতে ৯৩ হাজার ৭২৫ জন। দুই উপজেলা মিলিয়ে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ১৩৩, যা বরগুনা সদর উপজেলার চেয়ে ২৬ হাজারেরও বেশি। স্থানীয়রা বলছেন, সংখ্যাগরিষ্ঠ ভোটার থাকা সত্ত্বেও তাদের এলাকা থেকে প্রার্থী না দেওয়ায় এটি অন্যায্য সিদ্ধান্ত।

আমতলী উপজেলার ভোটার জিয়া উদ্দিন জুয়েল, আব্দুস সাত্তার ও আব্দুল হক মৃধা বলেন, আমতলী–তালতলীর ২ লাখ ৯২ হাজার ভোটারের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়ায় আমরা ক্ষুব্ধ। আমরা আশা করেছিলাম, বিএনপি আমাদের এই বঞ্চনা দূর করবে। কিন্তু এবারও আমাদের উপেক্ষা করা হয়েছে।

বিদ্রোহী প্রার্থী ওমর আব্দুল্লাহ শাহীন বলেন, আমতলী–তালতলীর দুই লাখ ৯২ হাজার মানুষকে সঙ্গে নিয়েই আমি নির্বাচনে যাচ্ছি। এ অঞ্চলের মানুষ উন্নয়ন ও ন্যায্যতার জন্য লড়াই করবে।

সাবেক সাংসদ মতিয়ার রহমান তালুকদার বলেন, জনগণই আমার মূল শক্তি। তাদের নিয়েই নির্বাচনের মাঠে নামব। হারলেও এই এলাকার মানুষের জন্য হারব।

স্থানীয় বিশ্লেষকদের মতে, বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিলে বরগুনা-১ আসনে বিএনপির জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। দলীয় ঐক্য বজায় না থাকলে এ আসন পুনরুদ্ধার করা কঠিন হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন