মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে তিন আসনের দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:০০ এএম
মঈনুল ইসলাম খান শান্ত ও  আফরোজা খানম রিতা
expand
মঈনুল ইসলাম খান শান্ত ও আফরোজা খানম রিতা

মানিকগঞ্জে মোট ৩টি আসনের মধ্যে ২টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে মানিকগঞ্জ-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত।

অপরদিকে মানিকগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। তবে মানিকগঞ্জ-১ আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানা যায়।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠক শেষে সন্ধ্যায় ২৩৭টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আফরোজা খানম রিতা দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়। তিনি এর আগে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। রিতা বর্তমানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে মঈনুল ইসলাম খান শান্ত দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে বেশ সুপরিচিত মুখ। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে দলীয় প্রার্থী ঘোষণার পরপরই মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়ে পোস্ট করতে দেখা যাচ্ছে রিতা ও শান্ত সমর্থক নেতৃবৃন্দের।

জেলা বিএনপির একাধিক নেতা জানান, শান্ত ও রিতার মনোনয়ন পাওয়ায় জেলার রাজনীতির মধ্যে একটি নতুন দিকের সূচনা হয়েছে। তাঁরা মনে করছেন, এই নেতৃত্ব বিএনপিকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। তবে কে হবেন মানিকগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী তা দেখার অপেক্ষায় মানিকগঞ্জবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন