মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে বিএনপির প্রার্থী হলেন যারা 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম
মাদারীপুরে বিএনপির প্রার্থী হলেন যারা 
expand
মাদারীপুরে বিএনপির প্রার্থী হলেন যারা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার দুই টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।

সোমবার ( ৩ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের শীর্ষ নেতৃবৃন্দ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ঘোষণায় জানানো হয়, মাদারীপুর-১ (শিবচর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তৃণমূলের জনপ্রিয় বিএনপি নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়া ও দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ কারী কামাল জামান নূর উদ্দিন মোল্লা, আর মাদারীপুর-৩ (কালকিনি) আসনে ঘোষণা করা হয়েছে বিএনপি নেতা স্বৈরাচার হঠাও দেশ বাঁচাও কারা নির্যাতিত ও বিএনপি গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন-এর নাম।

মাদারীপুর জেলা জুড়ে এ নিয়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

প্রার্থী ঘোষণার পর থেকেই মাদারীপুর জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ১৭ বছর পর আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হওয়ায় দলীয় অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

প্রার্থী ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতারা বলেন, “আমরা সকল বিভাজন ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের নির্দেশনায় প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করব।”

জেলার সিনিয়র নেতারা জানান, কেন্দ্রীয় নেতাদের এ সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকে এটিকে বিএনপির পুনর্জাগরণের সূচনা হিসেবেও দেখছেন।

নেতাকর্মীরা ইতোমধ্যেই নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন। কামাল জামান নূর উদ্দিন মোল্লা ও আনিসুর রহমান খোকন উভয়েই ভোটারদের মাঝে সেতুবন্ধন গড়ে তুলতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন