

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার দুই টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।
সোমবার ( ৩ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের শীর্ষ নেতৃবৃন্দ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ ঘোষণায় জানানো হয়, মাদারীপুর-১ (শিবচর) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তৃণমূলের জনপ্রিয় বিএনপি নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়া ও দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ কারী কামাল জামান নূর উদ্দিন মোল্লা, আর মাদারীপুর-৩ (কালকিনি) আসনে ঘোষণা করা হয়েছে বিএনপি নেতা স্বৈরাচার হঠাও দেশ বাঁচাও কারা নির্যাতিত ও বিএনপি গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন-এর নাম।
মাদারীপুর জেলা জুড়ে এ নিয়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
প্রার্থী ঘোষণার পর থেকেই মাদারীপুর জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ১৭ বছর পর আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হওয়ায় দলীয় অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
প্রার্থী ঘোষণার পর স্থানীয় বিএনপি নেতারা বলেন, “আমরা সকল বিভাজন ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের নির্দেশনায় প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করব।”
জেলার সিনিয়র নেতারা জানান, কেন্দ্রীয় নেতাদের এ সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকে এটিকে বিএনপির পুনর্জাগরণের সূচনা হিসেবেও দেখছেন।
নেতাকর্মীরা ইতোমধ্যেই নির্বাচনী মাঠে সক্রিয় হচ্ছেন। কামাল জামান নূর উদ্দিন মোল্লা ও আনিসুর রহমান খোকন উভয়েই ভোটারদের মাঝে সেতুবন্ধন গড়ে তুলতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন।
মন্তব্য করুন