

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি। এর মধ্যে চাঁদপুর জেলার ৫টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।
চাঁদপুরের সম্ভাব্য প্রার্থীরা হলেন-চাঁদপুর-১ (কচুয়া) সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন। চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) মো. হারুনুর রশিদ। চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) প্রকৌশলী মো. মমিনুল হক।
সম্ভাব্য নির্বাচনের তফসিল ঘোষণার পর চাঁদপুরের আসনগুলো একাধিক প্রার্থী দলের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে প্রচার প্রচারণা করেছেন। এর মধ্যে চাঁদপুর ১ আসনে ছিলেন মোশাররফ হোসেন ও প্রকৌশলী মাহবুবুর রহমান। চাঁদপুর-২ আসনে ছিলেন জেলা বিএনিপর সহ-সভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী, যুগ্ম সম্পাদক তানভীর হুদা। চাঁদপুর-৩ আসনে জেলা বিএনপির উপদেষ্টা আজম খান ও জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোস্তফা খান সফরী। চাঁদপুর-৪ আসনে উপজেলা বিএনপির আহবায়ক এম এ হান্নান এবং চাঁদপুর-৫ আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মো. কামাল।
মন্তব্য করুন