

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান লাটাহাম্বারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
সোমবার (৩ নভেম্বর) সোমবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ব্রিজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইকতার আলী (৪০)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ ইউনিয়নের চিতুলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে।
আহতরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর থানার ছাতিয়ান ইউনিয়নের কয়ারী গ্রামের জয়নালের স্ত্রী সাগরী খাতুন ও তার মেয়ে জামিলা খাতুন (১১)। আর নিহত ইকতার আলী জয়নালের শ্যালক।
জয়নাল বলেন, সোমবার সকালে দুটি মোটরসাইকেলে চারজন কুষ্টিয়া থেকে ঝিনাইদহ জেলার মহেশপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। পথিমধ্যে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ ব্রিজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বারের সঙ্গে আমাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
আমি আর আমার স্ত্রী একটা বাইকে ছিলাম, আর ওরা মামা-ভাগ্নে আরেকটা বাইকে ছিল। ওদের বাইকটা আমাদের আগে ছিল, হঠাৎ করে কী থেকে যে কী হয়ে গেল, আমি বুঝতে পারলাম না।'
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকতার আলীকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আরও জানান, আহত জামিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। সাগরী খাতুন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে ভর্তি হননি। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত একজনের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত লাটাহাম্বার ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহতর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন