

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার পূর্বপাড়ের চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবি জানিয়ে আসছে।
উপজেলা গঠনের দাবিতে আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে সরিষাবাড়ী-কাজিপুর মহাসড়কের ব্রাম্মনজানী বাজার এলাকায় দুই কিলোমিটার সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয় কয়েক হাজার মানুষ।
‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কাজিপুর উপজেলার পূর্বাঞ্চলের নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়নের মানুষ অংশ নেন। মানববন্ধনের কারণে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
অংশগ্রহণকারীরা ‘সবাই মিলে ঐক্য গড়ি, নতুন উপজেলার দাবি আদায় করি’ এবং ‘ছয় ইউনিয়নের এক চাওয়া, যমুনা হবে নতুন উপজেলা’ -এমন স্লোগান দেন।
উপজেলা বাস্তবায়ন কমিটির নেতা প্রকৌশলী মাহবুবুর রহমান সমুন বলেন, যমুনা নদী দ্বারা চিরতরে বিচ্ছিন্ন নদীর পূর্বপাড়ের ছয় ইউনিয়নের চরাঞ্চলের দুই লাখেরও বেশি মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত এবং শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে বৈষম্যের শিকার। নতুন উপজেলা গঠনের মাধ্যমে সেই বঞ্চনা দূর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, প্রয়োজনে এই দাবির জন্য আমৃত্যু আন্দোলন চালিয়ে যাবেন।
মানববন্ধনে বক্তব্য দেন নাটুয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক শিক্ষক আলতাফ হোসেন মাস্টার, আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং আব্দুল বাকি বিএসসি প্রমুখ।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মন্তব্য করুন