সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:১৯ পিএম আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়
expand
আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার কলামনখালী বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জেলা বিএনপি সহ-সভাপতি ও কলামনখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী এবং বিএনপি নেতা মাসুদ জোয়ার্দারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

কয়েকদিন ধরে কলামনখালী গ্রামে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছিল। সোমবার সকালে সেই উত্তেজনা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে পরিণত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন