মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ধামরাইয়ে নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:২৪ এএম
ধামরাইয়ে উদযাপিত হয়েছে নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি: এনপিবি
expand
ধামরাইয়ে উদযাপিত হয়েছে নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী। ছবি: এনপিবি

‘প্রশংসা নয়, পরামর্শ দিন-নিরাপদ সড়ক বাস্তবায়নে তা প্রতিজ্ঞা নিন’ এই প্রতিপাদ্যে ঢাকার ধামরাইয়ে উদযাপিত হয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বছরে পদার্পণ অনুষ্ঠান।

শনিবার (১ নভেম্বর) বিকেলে ধামরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন। প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল, গণ অধিকার পরিষদের ঢাকা-২০ আসনের প্রার্থী গাজী রুবেল রানা, জামায়াতের রুকন অধ্যাপক ফরহাদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এখন জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী সবারই সচেতনতা বৃদ্ধি জরুরি। তারা বলেন, প্রশংসা নয়, বরং গঠনমূলক পরামর্শের মাধ্যমেই নিরাপদ সড়ক প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা নিসচা’র দীর্ঘ নয় বছরের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সংগঠনটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক পর্ব এবং শেষে সকলের অংশগ্রহণে “নিরাপদ সড়ক বাস্তবায়নের শপথ” গ্রহণ করা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা ধামরাই উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নাহিদ মিয়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন