সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:১৯ এএম আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩৪ এএম
সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়
expand
সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) রাত ২টার দিকে আন্ডারপাসের নিচে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুজনকেই ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তারা দুজনই মারা যান।

নিহতরা হলেন,টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আকুয়া এলাকার সাহেব আলী এবং ভুক্তা এলাকার আব্দুল্লাহ।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ হোসেন বলেন , দুর্ঘটনাকবলিত বাসটি সনাক্তের চেষ্টা চলছে। লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে।

স্থানীয়রা জানান, ঘারিন্দা বাইপাস এলাকায় আন্ডারপাসের নিচে বারবার দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও গতিরোধক বসানোর দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন