

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরের রায়পুরে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে সচেতনতামূলক মাদকবিরোধী র্যালি’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে রায়পুর শহরের ওসমান চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে আলিয়া মাদ্রাসা হয়ে হাজী আলী আব্বাস রোড (হল রোড) প্রদক্ষিণ শেষে পুনরায় ওসমান চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি ও একতারবন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহফুজুর রহমান হৃদয়, রায়পুর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, জুলাই মঞ্চের সাধারণ সম্পাদক রায়ান হোসেন, একতারবন্ধন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি বন্ধ করতে হলে শুধু পুলিশ বা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। কেউ মাদক সেবন, ক্রয় বা বিক্রয় করলে তা দেখামাত্র স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। আমরা যদি নিজেরা মাদক থেকে দূরে থাকি এবং অন্যকেও নিরুৎসাহিত করি, তাহলে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মাদক শুধু একজন মানুষকেই নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। পুলিশ প্রশাসন মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এটি সফল করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।
আপনার এলাকার কোথাও মাদক বিক্রি বা সেবনের তথ্য পেলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান- তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে রায়পুরকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব।
‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ -এই শ্লোগানকে ধারণ করে র্যালির আয়োজন করে একতারবন্ধন ফাউন্ডেশন, রায়পুর, লক্ষ্মীপুর।
মন্তব্য করুন