সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় পড়ে নিখোঁজ দেড় বছরের খাদিজা, অভিযান চলছে  

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
নিখোঁজ দেড় বছরের খাদিজা, উদ্ধার অভিযান চলছে । ছবি: এনপিবি
expand
নিখোঁজ দেড় বছরের খাদিজা, উদ্ধার অভিযান চলছে । ছবি: এনপিবি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজিডাঙ্গী গ্রামে পদ্মা নদীতে পড়ে দেড় বছরের এক শিশু খাদিজা নিখোঁজ হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ খাদিজা ওই গ্রামের শাকিল শিকদারের মেয়ে। ঘটনার পর থেকেই স্থানীয়দের পাশাপাশি চরভদ্রাসন ফায়ার সার্ভিসের একটি দল ও ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

খাদিজার দাদা জানান, আমি বাজার থেকে ফিরে খাদিজাকে দেখতে পাচ্ছিলাম না। পরে খোঁজ নিয়ে জানতে পারি, সে পদ্মার পাড়ে নৌকায় খেলছিল। এরপর আমরা সবাই মিলে ক্ষেপরা জাল ফেলে খোঁজার চেষ্টা করি।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার গোলাম মর্তুজা বলেন, গতকাল বিকেল চারটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালাই। শিশুটিকে না পেয়ে আজ সকাল থেকে ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ আবার অভিযান শুরু করেছি।

চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে এখনো শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন