শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষ, যুবদলকর্মী নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় ব্যানার সরানোকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে মো. সাজ্জাদ (২৬) নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাটি ঘটে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত মধ্যরাতে। স্থানীয় সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের ছবিযুক্ত একটি ব্যানার সরানোকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর দেখা যায়, কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এলাকাটিতে রাজনৈতিক আধিপত্য ও মাদক ব্যবসা=সংক্রান্ত দ্বন্দ্ব আগে থেকেই ছিল। ব্যানার টানানো ঘটনাটি মূলত পুরনো বিরোধেরই ধারাবাহিকতা।

চমেক হাসপাতালে আহতদের দেখতে আসা ছাত্রদলের নেতা জিএম সালাউদ্দিন আসাদ বলেন, যুবলীগের সন্ত্রাসীরা যুবদলের পরিচয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মেয়রের নির্দেশে ব্যানার সরাতে গেলে তাদের হামলায় সাজ্জাদ নিহত হয়।

অন্যদিকে, চট্টগ্রাম মহানগর যুবদলের বহিষ্কৃত নেতা এমদাদুল বাদশা দাবি করেন, যারা হামলা করেছে, তারা বিএনপির কেউ নয়। তারা আগে যুবলীগ করত এবং এখন যুবদলের নাম ব্যবহার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে গুলির আঘাত ছিল। এছাড়া আরও আটজন আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চলছে বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন