

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে টিটিসি চত্বরে স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন টিটিসির সিভিল ইন্সট্রাক্টর কামরুল হাসান এবং ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর কবির আলম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদেশগামী কর্মীদের জন্য টিটিসিতে পরিচালিত তিন দিনব্যাপী প্রি-ডিপার্চার ট্রেনিং এবং সৌদি আরবগামীদের তাকামল (Takamol) অ্যাসেসমেন্ট পরীক্ষায় টাকা নিয়ে পাস–ফেল করানোর একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। দীর্ঘদিন ধরে এ চক্রের মাধ্যমে প্রায় ১০ কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে বলেও তারা দাবি করেন।
বক্তারা বলেন, জীবিকার তাগিদে বিদেশে যেতে আগ্রহী সাধারণ শ্রমিকদের অসহায়ত্বকে পুঁজি করে একটি প্রভাবশালী মহল অনৈতিক সুবিধা নিচ্ছে। এতে একদিকে ভুক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অভিযুক্ত দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানান। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে টিটিসিকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত সিভিল ইন্সট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিক্যাল ইন্সট্রাক্টর কবির আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
মন্তব্য করুন
