বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমানে আমি হিজড়া পর্যায়ে আছি: শেখ মুজিবুর রহমান 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম
কিশোরগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল
expand
কিশোরগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সভাপতি ও জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, আমারে হিজড়া বানাইয়া রাইখেন না, বর্তমানে আমি হিজড়া পর্যায়ে আছি। আমারে বহিষ্কারও করে না, মার্কাও লইয়া গেছে, মার্কাও ফিরিয়ে দেয় না। কিছু পানি মনে হয় তাদের কানে গেছে। ১৮ তারিখ পর্যন্ত শুধু আপনাদের অপেক্ষা করতে হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে তার নিজ বাড়িতে নির্বাচনী কেন্দ্রভিত্তিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, আমার কথা হইলো—দিলে ভালো, না দিলে আরো বেশি ভালো। এভাবেই থাকেন। ১৮ তারিখ হইতো সম্মানের সাথে কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করতেছি। নিশ্চয়ই আমি ইনসাফ পাবো। ইনসাফের আশায় আমরা আছি। আল্লাহ বলছে, সবুর করো—সবুরে মেওয়া ফলে। আমাদের সবুরেও মেওয়া ফলতে পারে নাকি কি?

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ধৈর্য হারাবেন না। ইনসাফ এবং ইমান—আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস, দলের প্রতিও আমার অগাধ বিশ্বাস। এই দল আমাকে অনেক কিছু দিয়েছে। এই দল আমাকে নির্বাহী কমিটির সদস্য বানিয়েছে, কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বানিয়েছে, বাজিতপুর উপজেলার সভাপতি বানিয়েছে। আমি দলের কাছে কৃতজ্ঞ। দলের কাছে আমি অনুগত, দলের প্রতি আমার অগাধ বিশ্বাস। দল কখনো আমাকে বঞ্চিত করতে পারে না।

তিনি আরও বলেন, কি কারণে আমাকে প্রথমে মনোনয়ন দিয়ে পরে মনোনয়ন বঞ্চিত করলো, তা-ও আমি জানি না। পরীক্ষিত সৈনিক বাদ দিয়ে রাতের আঁধারে যারা ভিন্ন দল থেকে এসে সকালে মনোনয়ন পায়, তাকে আমি মানি না। তাকে ছাড়া কি নিকলী-বাজিতপুরে আর কোনো যোগ্য লোক নাই? কি কারণে তাকে দিতে হলো—এটার জবাবও দলকে দিতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X