

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত সর্দার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৬৫ নম্বর মামলার আসামি মোঃ মান্নান (৬০) কে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার ৪ নম্বর ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের রায়ের পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মান্নান ওই এলাকার মৃত গরীব উল্লার পুত্র।
সেনাবাহিনী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই আসামিকে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়।
জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ডাকাত সর্দার মান্নানকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
দুর্ধর্ষ ডাকাত সর্দার মান্নান গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই সফল অভিযানের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন
