

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি বা দখলবাজিতে জড়িত হলে তার দায় তিনি নেবেন না। কেউ দুর্নীতিতে লিপ্ত হলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আমি যদি সত্যিই আমার বাবার সন্তান হয়ে থাকি, তাহলে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আমার বাবার নাম আমি কখনো কলঙ্কিত হতে দেব না। বিএনপি মানুষের সেবার রাজনীতি করে, সে দলের নামেও আমি বদনাম হতে দেব না। ধানের শীষ একটি পবিত্র প্রতীক, এর সম্মান রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে মো. ইব্রাহিম মোল্যার বাড়িতে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আপসহীন জননেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার উদ্যোগেই সালথা উপজেলা হিসেবে স্বীকৃতি পায়। ২০০১ সালে প্রধানমন্ত্রী থাকাকালে তিনি সালথায় জনসভা করে উপজেলা ঘোষণার প্রতিশ্রুতি দেন এবং পরবর্তীতে সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের নেতৃত্বে সালথা উপজেলা পরিষদ গঠিত হয়। এর ফলেই আজ জনপ্রতিনিধিরা বিভিন্ন দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “আমার বাবা সালথা ও নগরকান্দার মানুষের জন্য আজীবন কাজ করেছেন। আমি চাই, তাঁর অনুপস্থিতিতে আমি যেন এই এলাকার মানুষের পাশে থাকতে পারি, এ জন্য আপনাদের দোয়া চাই।” ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সালথায় একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে, যেখানে স্বল্প খরচে দরিদ্র মানুষ চিকিৎসা পাবে। পাশাপাশি শিক্ষাখাত সংস্কার, যুবক ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও তাঁর অগ্রাধিকার।
সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা শাহিদুজ্জামান শাহিদ, মনির মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, খন্দকার রেজাউর রহমান চয়ন ও ইউপি সদস্য শাহজাহান মোল্যা।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
