বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি প্রার্থী আলমগীরের বিরুদ্ধে ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:০২ পিএম
বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর
expand
বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের বিরুদ্ধে হলফনামায় ঋণ খেলাপির তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, প্রার্থী তাঁর মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামায় নিজের আর্থিক দায়বদ্ধতা বিশেষ করে ব্যাংক ঋণ সংক্রান্ত তথ্য গোপন করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর শর্ত লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। এ অভিযোগের ভিত্তিতে তাঁর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করেছেন একই আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই অভিযোগ শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। চলমান আপিল শুনানিতে অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

আপিলকারী অধ্যক্ষ মো. নুরুল আমিন বলেন, “নির্বাচনের স্বচ্ছতা ও সুষ্ঠুতা নিশ্চিত করতে হলে আইনের ব্যত্যয়কারী কোনো প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায় না। নির্বাচন কমিশনের উচিত অভিযোগগুলো যথাযথভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X