

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিমনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬নং শাজাহানপুর ইউনিয়নের সিমনা নদী থেকে একটি প্রভাবশালী ও অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।
স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনের মাত্রা এতটাই বেড়েছে যে এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। দিনের বেলায় ক্যামেরা বা লোকজনের উপস্থিতি টের পেলে বালু উত্তোলনকারীরা আশপাশের বাগানের ভেতরে আত্মগোপন করে এবং রাতের আঁধারে নদীর পাড়ে বালুর স্তুপ তৈরি করে তা সরিয়ে নেয়।
এ বিষয়ে দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন বেলাল সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি এক বিবৃতিতে বলেন,“সিমনা নদীতে অবৈধ বালু উত্তোলনের হিড়িক পড়ে গেছে। প্রকাশ্যে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি প্রভাবশালী মহল নির্ভয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে।”
তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের তহশিলদারকে দ্রুত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
অন্যথায় নদীভাঙন ও পরিবেশগত বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে, সিমনা নদী রক্ষায় অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী। এবিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:জাহিদ বিন কাশেম বলেন, খুঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
