বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

পঞ্চগড়  প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে৷ উত্তরে হিমেল হাওয়া গত কয়েক দিন ধরে এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারনে জেঁকে বসেছে শীত।

ঘন কুয়াশা আর শিশির বিন্দুর সাথে তীব্র শীতের কারনে এ জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষরা৷

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

এদিকে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়ে ছিল। এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। আরও তীব্র হয়ে উঠেছে।

এদিকে সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিন ধরেই এখানে কনকনে শীত অনুভূত হচ্ছে। । সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জেলার গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক চালককে ধীরগতিতে গাড়ি চালাতে দেখা গেছে।

টানা শীত ও কুয়াশার প্রভাবে জেলার বিভিন্ন এলাকার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কনকনে ঠান্ডার কারণে অনেকেই ভোরে কাজে বের হতে পারছেন না। শীত নিবারণের জন্য ভোর থেকেই গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে খড়কুটো, শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

কথা হয় জেলার তেঁতুলিয়া উপজেলার রনচন্ডি এলাকার বাসিন্দা মালেক বাদশার সাথে,তিনি বলেন,কনকনে শরতের কারনে তেমন কাজ করতে পারছি না৷ শীতের কারনে হাত পা শীতল হয়ে যায়৷ এতে আমাদের আয় কমে যাচ্ছে।

একই কথা বলেন জেলা সদর উপজেলা অমরখানা এলাকার বাবুল ইসলাম,তিনি বলেন, কয়েক দিন ধরে খুব শীত৷ এই শীতের কারনে কাজকর্ম তেমন করতে পারছি না৷ কুয়াশার সঙ্গে বাতাস, শীতের তীব্রতা দিন দিন বাড়তেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন,গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে। আজ এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা এক সপ্তাহ ধরে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। মূলত, উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X