

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে এক মুদি দোকানদারকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউপির মদাপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীর নাম সাগর হোসেন (৩৭)। সে মদাপুর ইউপির মদাপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর হোসেন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎ ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে গুরুতরভাবে জখম করে পালিয়ে যায়। এসময় ফায়ারিংয়ের আওয়াজের মতো একটি শব্দ শুনতে পান বলেও জানান স্থানীয়রা ।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত সাগর হোসেনকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, সংবাদ পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় ওই এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
মন্তব্য করুন
