রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় যুবলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা
expand
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা

সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার হত্যা মামলার আসামি ও স্থানীয় যুবলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে এবিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার। এরআগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গুমাইল বাংলাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার পুলিশ কর্মকর্তা হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেফতার করতে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এসআই মনিরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। পরে উপস্থিত পুলিশ সদস্যসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসাপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X