রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দেশে খুন অনেক কমে গেছে: স্বরাষ্ট্র সচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:০৪ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি
expand
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি

দেশে বর্তমানে খুনের সংখ্যা আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

শনিবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র সচিব বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের অবনতি ঘটেনি। তার ভাষায়, “যতটা নিরাপদ মানুষ আগে ছিল, এখনো প্রায় ততটাই নিরাপদ রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, আগের সময়ের তুলনায় বর্তমানে দেশে হত্যাকাণ্ডের সংখ্যা কম।”

সম্প্রতি সংঘটিত কয়েকটি হত্যার ঘটনা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের প্রভাব নির্দিষ্ট করে বলা কঠিন।

তিনি উল্লেখ করেন, “কোনো একটি ঘটনার প্রভাব কী হবে, তা অনেকাংশেই ঘটনার ধরন ও সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নির্ভর করে।”

ফায়ার সার্ভিসের ভূমিকা প্রসঙ্গে নাসিমুল গণি বলেন, জরুরি সেবায় এই বাহিনী অত্যন্ত দ্রুত ও কার্যকরভাবে সাড়া দিয়ে থাকে। “একটি ফোনকল পেলেই তারা ঘটনাস্থলে পৌঁছে যায়।

এই সক্ষমতা ধরে রাখতে এবং বাহিনীকে আরও শক্তিশালী করতে না পারলে সেটি আমাদের সবার ব্যর্থতা হবে। তবে সরকার এ বিষয়ে আন্তরিক এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে,” যোগ করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসক মোহ রায়হান কবির এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X