রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা-৯ আসন

প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৪১ পিএম আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
ডা. তাসনিম জারা
expand
ডা. তাসনিম জারা

অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদনের শুনানিতে তিনি এ সিদ্ধান্ত পান।

এর আগে, গত ৩ জানুয়ারি ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন।

হলফনামার তথ্য অনুযায়ী, ডা. তাসনিম জারা পেশায় একজন চিকিৎসক। চাকরি থেকে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া দেশের বাইরে তার আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

এদিকে, এদিন সকাল থেকেই শুরু হয়েছে আপিল শুনানি। শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা।

সকাল থেকেই শিডিউল অনুযায়ী প্রার্থী ও তাদের আইনজীবীরা নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে শুনানিতে অংশগ্রহণ করছেন।

আজ শুনানির প্রথম দিনে আপিল নম্বর অনুযায়ী ১ থেকে ৭০ নাম্বার পর্যন্ত। ধাপে ধাপে আপিল সংখ্যা বিন্যাস করা এ শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X