রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম
expand
প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

কক্সবাজার-২ (মহেশখালী ও কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত শুনানিতে ড. হামিদুর রহমান আযাদের আপিল গ্রহণ করা হয় এবং তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক এই সংসদ সদস্য বলেন, আলহামদুলিল্লাহ, এ অর্জনের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

এর আগে গত ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হলেও পরে এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X