

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা ১২ জানুয়ারির মধ্যেই আসবে বলে জানিয়েছেন জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন বড় পরিসরে পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। তাদের কাজ হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করা।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে নির্বাচনী মাঠে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হওয়ার বিষয়ে উদ্বেগ জানানো হয় বলেও উল্লেখ করেন তিনি।
এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, বর্তমানে প্রশাসনের একটি অংশ নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে অতিরিক্ত নিরাপত্তা সুবিধা দিচ্ছে, যা ভোটার ও গণমাধ্যমের কাছে নেতিবাচক বার্তা তৈরি করছে। একই সঙ্গে তিনি বলেন, “ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে নির্বাচনী পরিবেশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।”
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, একাধিক ঋণখেলাপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ন করছে।
সব মিলিয়ে আগামী এক থেকে দুই দিনের মধ্যে জামায়াত জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য গুরুত্ব পাচ্ছে।
মন্তব্য করুন

