

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নির্মাতা হিসেবে কাজ শুরু করে পরে অভিনয়ে এসে অল্প সময়ের মধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন পার্থ শেখ।
ভিন্নধর্মী নাটক ও ওয়েব ফিল্মে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়ার পর এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই তরুণ অভিনেতা।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
পার্থ শেখের সহধর্মিণী হয়েছেন তার দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমান। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার নিকুঞ্জ এলাকায় অবস্থিত একটি কনভেনশন সেন্টারে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আয়োজনে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি বিনোদন অঙ্গনের কিছু ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন।
সামিহা রহমান পেশাগতভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা হিসেবে যুক্ত। পার্থ ও সামিহা দীর্ঘ সময় ধরে তাদের সম্পর্কের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে আসছিলেন। সেই সম্পর্কেরই আনুষ্ঠানিক পরিণতি হলো এই বিয়ে।
বিয়ের পর প্রকাশিত ছবিতে দেখা যায়, হাসিমুখে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন নবদম্পতি। তাদের পাশে রয়েছেন পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। পারিবারিক সম্মতিতে সীমিত পরিসরে আয়োজনটি করা হয় বলে জানা গেছে।
পার্থ শেখের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নির্মাতা রাফাত মজুমদার লিখেছেন, “নতুন জীবন সুন্দর হোক।” এছাড়াও শোবিজ অঙ্গনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।
মন্তব্য করুন

