রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রণালয়

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম
যশোর জেনারেল হাসপাতাল
expand
যশোর জেনারেল হাসপাতাল

যশোর জেনারেল হাসপাতালে মৃত্যুর তথ্য নিয়ে সাংবাদিকদের কাছে ভুল তথ্য সরবরাহের অভিযোগে চিকিৎসক জোবায়ের আহমেদকে মৌখিকভাবে সতর্ক করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শনিবার ( ১০ জানুয়ারি) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সনজীদা শরমিন আকস্মিকভাবে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে বিষয়টি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট চিকিৎসককে সতর্ক করেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন রোগে ২১ জনের মৃত্যুর ঘটনা ঘটে। তবে ওই তথ্য ভুলভাবে উপস্থাপনের মাধ্যমে শীতজনিত কারণে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাস্থ্য বিভাগে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

এর প্রেক্ষিতেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতাল পরিদর্শনে আসেন। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন শাফায়াত, আরএমও ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা, সার্জারি বিশেষজ্ঞ শরিফুল আলম খানসহ অন্যান্য চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X