রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলের চাপায় প্রাণ গেল পথচারীর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ পিএম
প্রতীকি ছবি
expand
প্রতীকি ছবি

ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেলের চাপায় রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মায়ের মসজিদ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল রফিকুল ইসলামকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক এবিএম মেহেদী মাসুদ জানান, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওই পরিদর্শক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X