রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
মিনারুল ইসলাম
expand
মিনারুল ইসলাম

কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দপ্তরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত অনুযায়ী নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন ও সদস্যসচিব ইদ্রিস আলী এ সিদ্ধান্ত অনুমোদন দেন।

এর আগে একই দিন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসাধু উপায়ে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার প্রস্তুতিকালে বিশেষ প্রযুক্তিসম্পন্ন ডিভাইসসহ বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের ওই নেতাসহ ১১ জনকে আটক করে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার একটি পরীক্ষা কেন্দ্রের পাশের একটি বাসা থেকে তাঁদের আটক করা হয়।

আটক অন্যান্য ব্যক্তিরা হলেন, নাগেশ্বরী পৌরসভার মো. বেলাল হোসেন (৩৮), রায়গঞ্জ ইউনিয়নের চর দামালগ্রাম এলাকার মো. আনোয়ার হোসেন (২৮), বেরুবাড়ী ইউনিয়নের খামার নকুলা গ্রামের মো. শাহজামাল (২৭), কাজীপাড়া এলাকার মো. বাবু ইসলাম (৩২), বাগডাঙ্গা এলাকার জান্নাতুল নাঈম মিতু (২৬), রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামের মো. আব্দুল লতিফ (৫২), ফুলবাড়ী উপজেলার বোয়ালভিড় এলাকার মো. শরিফুজ্জামান সিদ্দিকী (৪০), মাদারীপুর জেলার শিবচরের বাঁশখালী গ্রামের মো. হিমেল মাহমুদ (২৮), রাজৈর উপজেলার টেকের হাট এলাকার চামেলী আক্তার (২৯) এবং ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার জাঙ্গালীয়া গ্রামের মো. মাহবুব খান (৩৫)।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম পুলিশ হেফাজতে থাকায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আরমান হোসেন বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও শৃঙ্খলা ভঙ্গের কারণে নাগেশ্বরী উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ককে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। আমরা ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X