রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অসুস্থ পশু জবাইয়ের দায়ে মাংস ধ্বংস, কসাইখানা সিলগালা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
অসুস্থ পশু জবাইয়ের অভিযোগ
expand
অসুস্থ পশু জবাইয়ের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসুস্থ পশু জবাই ও অস্বাস্থ্যকর মাংস বিক্রয় প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধা হাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হাট এলাকার একটি কসাইখানায় অসুস্থ পশুর সন্ধান পাওয়া যায়। পরে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারার আওতায় ভেটেরিনারিয়ান কর্তৃক উক্ত কসাইখানার সকল মাংস ভক্ষণ অনুপযোগী ঘোষণা করা হয়।

এছাড়া একই আইনের ১৮ ধারা অনুযায়ী ভক্ষণ অনুপযোগী ঘোষিত মাংস জনসম্মুখে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট কসাইখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

তবে অভিযান চলাকালে সংশ্লিষ্ট অপরাধীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গোয়ালন্দ উপজেলায় এ ধরনের ভ্রাম্যমাণ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X