রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম
গুরুতর জখম বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কর্মী
expand
গুরুতর জখম বিএনপির স্বতন্ত্র প্রার্থীর কর্মী

নাটোর-৩ (সিংড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সিংড়া উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে হামলার শিকার হন আবু রায়হান (৪৫)। তিনি ইটালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

গুরুতর আহত অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিবলী নোমান জানান, আবু রায়হানের দুই পায়ের গোড়ালিতে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেলমেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ অভিযোগ করে বলেন, ধানের শীষের প্রার্থীর সমর্থকরা চাইনিজ কুড়াল দিয়ে তাকে কুপিয়েছে। তিনি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে নাটোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, এ ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ এএসএম আব্দুন নূর জানান, খবর পাওয়ার পর পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X