রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
নিহত নাজমুল হোসেন
expand
নিহত নাজমুল হোসেন

গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার এক যাত্রী প্রাণ হারিয়েছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাজমুল হোসেন। তিনি কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার বাসিন্দা এবং মো. বাবু রেজাউল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৮টায় প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাস পেছন দিক থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি কেঁপে উঠলে নাজমুল হোসেন ছিটকে সড়কে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X