

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর দলীয় পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী-দল (বিএনপি)।
বুধবার (৭ জানুয়ারি) ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) মাসুদ তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কেন্দ্রীয় বিএনপি বহিষ্কার করেছিল।
পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়ায় আজ থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু ও সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নির্দেশক্রমে ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে পুন:বহাল করা হলো। এই সিদ্ধান্ত এখন থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন ওই বিজ্ঞপ্তিতে।
মন্তব্য করুন
