শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ এএম
আব্দুল হান্নান মাসউদ
expand
আব্দুল হান্নান মাসউদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে এনসিপির মনোনীত প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ নির্বাচনী প্রচারণায় এক নতুন উদ্যোগ নিয়েছেন।

তিনি বড় ব্যবসায়ী বা প্রভাবশালী গোষ্ঠীর অর্থের ওপর নির্ভর না করে সাধারণ জনগণের ছোট ছোট অনুদানের মাধ্যমে প্রচারণা চালানোর অঙ্গীকার করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তার ফেসবুক পেজে একটি প্রচারণামূলক পোস্টার ও বিস্তারিত বার্তায় হান্নান মাসউদ হাতিয়াবাসীর উদ্দেশে বলেছেন, ‘আমার রাজনীতি কোনো ব্যক্তি, ব্যবসায়ী কিংবা প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হবে না।

কারণ বড় অঙ্কের অর্থ প্রায়ই বড় শর্ত নিয়ে আসে, যা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে। আমি চাই আমার রাজনীতি শুনুক কেবল হাতিয়ার সাধারণ মানুষের কথা।

তিনি আরও উল্লেখ করেছেন যে, উন্নয়ন শুধু রাস্তা-ঘাট বা অবকাঠামো নয়, বরং ন্যায়বিচারপূর্ণ, বৈষম্যহীন এবং জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলা। জনগণের অনুদানকে তিনি একটি ‘নৈতিক অবস্থান’ হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে জনপ্রতিনিধি হিসেবে তাঁকে জনগণের কাছে জবাবদিহি করার শক্তি দেবে।

অনুদান পাঠানোর জন্য তিনি মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ: ০১৮৬৮৬১২৪৭৮, রকেট: ০১৩০৮৬৮৮৩৫২) এবং দুটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দিয়েছেন।

এছাড়া অনলাইনে ডোনেশনের জন্য একটি লিংকও শেয়ার করা হয়েছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব জনগণের সামনে উপস্থাপন করবেন।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত আব্দুল হান্নান মাসউদ এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন।

এনসিপির শাপলা কলি প্রতীকে তিনি হাতিয়ায় স্বচ্ছ ও ইনসাফভিত্তিক উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন। নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

হাতিয়ার রাজনীতিতে এ ধরনের জন অংশগ্রহণমূলক প্রচারণা নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয়রা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X