শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
ফটিকছড়িতে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি
expand
ফটিকছড়িতে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বিবিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এই অভিযানে মেসার্স এম এন আর এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং মেসার্স আবসার এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স সারোয়ার স্টোরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, বিবিরহাট বাজার তদারকিমূলক কার্যক্রম পরিচালনাকালে এই অনিয়ম ধরা পড়ে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X